মুর্শিদাবাদ: লালবাগের ঘোড়ার গাড়ি আজ বিলুপ্তির পথে
মুর্শিদাবাদ ভ্রমণের কথা মাথায় আসলেই অনেকেরই চোখে ভেসে ওঠে লালবাগের ঘোড়ার গাড়ি আবার কেউ বলে টাঙ্গা। তবে কালের ন্যায়ে পড়ে লালবাগের সেই ঘোড়ার গাড়ি আজ কার্যত বিলুপ্তির পথে। বৈদ্যুতিক অটো রিক্সা বাজারে আসার পর থেকেই একটু একটু করে সংসারের ধারালে টান পড়তে শুরু হয়েছিল এই সমস্ত টাঙ্গা চালকদের আর বর্তমানে সেই সব টাঙ্গা চালক রা কার্যতঃ ছেড়েই দিচ্ছে ঘোরার গাড়ি চালানো। টাঙ্গা চালকদের অভিমত, পর্যটকেরা স্বল্প সময়ে ঘুরতে পছন্দ করছে বেশি , তাই ঘোড়ার গাড়ির চেয়ে তারা এখন অটো রিক্সায় বেশি বেছে নিচ্ছে। তার উপর খরচটাও তাদের স্বল্প ব্যয়ে হচ্ছে। আর এই পরিস্থিতিতে কাযত সরকারি সাহায্য ছাড়া কোন দিক খুঁজে পাচ্ছে না মুর্শিদাবাদের টাঙ্গা চালকরা। #youtube #murshidabad #murshidabad_news #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?