Sikkim : ধস আর বন্যায় জর্জরিত পাহাড়বাসী : U Bangla TV
Sikkim : ধস আর বন্যায় জর্জরিত পাহাড়বাসী : U Bangla TV
বৃষ্টি আর ধসে যেন পাহাড় বাসীর নিত্য দিনের সঙ্গী।আবার বন্ধ হলো ১০ নম্বর জাতীয় সড়ক । শুক্রবার গভীর রাতে লিকুভিরে ধস নামে। মাটি-পাথর গড়িয়ে পড়ে রাস্তায়। ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। যান চলাচল ব্যাহত হয়। এই সড়ক সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে সংযোগরক্ষাকারী এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন প্রচুর মানুষ। তবে মাটি সরানোর কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নতুন করে তিস্তার জল ঢুকছে লালটংবস্তিতে । ফলে শনিবার সকালে এলাকায় জল বেড়ে যায় অনেকটা। জলবন্দি হয়ে পড়েন স্থানীয়রা। বেশ কয়েকটি গবাদি পশু জলে ভেসে গিয়েছে বলে জানান তাঁরা। যদিও তাঁদের পাশে দাঁড়িয়েছে একটি সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনের তরফে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃষ্টি আরও কয়েকদিন চলবে। অর্থাৎ পাহাড় এবং তিস্তাপাড়ের বাসিন্দাদের দুর্ভোগ এখনই দূর হচ্ছে না। #sikkim #sikkimnews #banglanews #newstoday #bangladesh @ubanglatvofficial
What's Your Reaction?