বাজার পরিদর্শনে টাস্ক ফোর্ষের সদস্যরা
আলু,পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম অনেকটাই উর্দ্ধমুখী তাই শুক্রুবার পশ্চিমবর্ধমান জেলা টাস্কফোর্স আসানসোলের বারকর ও নিয়ামতপুর বাজার পরিদর্শন করলেন!বরাকর ও নিয়ামতপুর হোলসেল আলু পেঁয়াজ দোকান সহ রিটেল সবজি বাজার পরিদর্শন করেন!বাজারে আলু, পেঁয়াজ, সহ কাঁচা সব্জির দর দাম ক্ষতিয়ে দেখেন!জেলা টাস্ক ফোর্ষের সদস্য রা বলেন পশ্চিমবর্ধমান জেলা শাসকের নির্দেশে বাজার পরিদর্শন!যদিও বরাকর ও নিয়ামতপুর বাজারে কাঁচা সব্জির দাম নিয়ন্ত্রণে রয়েছে!তবে পেঁয়াজের দাম কিছুটা ওঠানাম করছে!
What's Your Reaction?