Sikkim : সড়কপথে দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম : U Bangla TV
Sikkim : সড়কপথে দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম : U Bangla TV
আশঙ্কা সত্যি হল। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে অবশেষে বন্ধ ঘুরপথে যাতায়াতের রাস্তা। পরিণতিতে সড়কপথে দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম। শিলিগুড়ি-সিকিম যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক ভূমিধসে অবরুদ্ধ গত ১২ দিন ধরে। এতদিন আলগাড়া-লাভা হয়ে ঘুরপথে সিকিমে যাতায়াত চলছিল। সেটাও বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তরফে। ফলে সিকিম কার্যত সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন।
তবে ভয়াবহ পরিস্থিতি কালীঝোরা থেকে মেল্লি পর্যন্ত ২৬ কিলোমিটার রাস্তার। এখানে রবিঝোরা, লিকুভির, ২৯ মাইল, গেইলখোলায় অবিরাম ধস নেমে চলেছে। ওই পরিস্থিতিতে ১০ নম্বর জাতীয় সড়ক কবে স্বাভাবিক হবে, বলতে পারছেন না কালিম্পং জেলা প্রশাসনের কর্তারা। তারা সেভক-লাভা-আলগাড়া হয়ে গ্যাংটক (Gangtok) যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রায় ৭২ কিলোমিটার বেশি রাস্তা। ওই পথে গ্যাংটকে পৌঁছতে সময় লাগছিল কম করে দশ ঘণ্টা। অনেকে ১২ ঘণ্টাতেও পৌঁছেছেন। সেটাও সাময়িক ঝক্কি বলে মেনে নিয়েছিলেন অনেকে।
What's Your Reaction?