স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ
স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ডক্টর সুমিত কুমার সাহা। শুক্রবার সকালে বারাসাত 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এফ পি স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এদিন আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিল ১৩ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ডঃ সুমিত সাহা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সহযোগিতায় যেভাবে শিক্ষার পাঠক্রম কে আরো বাস্তবমুখী গড়ে তোলার উদ্যোগেই এদিনের এই অভিনব উদ্যোগ। ছাত্র-ছাত্রীরা যেগুলি তাদের পাঠক্রমে পড়াশোনা করছে সেগুলোই যাতে নিজে চোখে দেখে বাস্তবায়নের রূপ দিতে পারে সেদিকেই লক্ষ্য দিয়ে এদিনের এই ভ্রমণের উদ্দেশ্য এমনটাই এদিন জানালেন পৌর পিতা সুমিত সাহা।
What's Your Reaction?