South24PGS : ইয়াস, বিভিন্ন সাইক্লোন এর প্রভাবে ভাঙতে চলছে স্মানঘাট গুলো

Apr 6, 2023 - 16:33
 0  6


গঙ্গাসাগর একটি বদ্বীপ অঞ্চল। চারপাশে নদীবেষ্টিত একটি দ্বীপ যেটাকে বলা হয় সাগরদ্বীপ । গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির যেটা আন্তর্জাতিক একটি মেলা বলা যেতে পারে ভারতের দ্বিতীয় বৃহত্তম এই গঙ্গাসাগর মেলা। প্রতিবছর জানুয়ারি মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। এই বছর এই গঙ্গাসাগর মেলায় পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। এই মেলার গুরুত্ব বেশ অনেকখানি। এক সময় এই গঙ্গাসাগর কপিলমুনির মন্দির থেকে দু নম্বর রাস্তা ধরে সি বীচে স্নান করতে যেতে গেলে আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা ভ্যানে অথবা হেঁটে যেতে হতো। এখন সেখানে বিভিন্ন সাইক্লোন , ইয়াস সহ বিভিন্ন ঝড়ের প্রকোপে আপনা আপনি ভাঙতে ভাঙতে ৪০০ মিটারে এসে ঠেকেছে দু'নম্বর ঘাট থেকে কপিলমুনি মন্দির পর্যন্ত। এই মেলা পাড়ের স্নান ঘাটে কিভাবে বিভিন্ন দুর্যোগে ভেঙে যায় যার কারণে প্রশাসন যথেষ্ট চিন্তায় ছিল। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ও রাজ্য সরকারের সাথে বিভিন্ন সংস্থার বৈঠকে তারা একটি পরীক্ষামূলকভাবে ব্যবস্থা করে টেট্রাপট ও জাপানি পদ্ধতিতে জিও চট লাগানো বাঁধের গায়ে। এই পদ্ধতিতে প্রায় দেড় হাজারের মতন টেট্রাপট ও জাপানি জিও চটের মাধ্যমে নদীর বাঁধ রক্ষা করা যায় সেই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে করা হয়েছে গঙ্গাসাগর কপিলমুনির মন্দিরের স্থানঘাটের সামনে। একেকটি টেট্রাপট এর ওজন পৌনে চার টনের মতো।
আজ থেকে ২০১৮ সালে সাগরের বিধায় কথা বর্তমান সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম হাজরার উদ্যোগে এই টেট্রাপট সাগর বিধানসভার ধবলাহাট গ্রাম পঞ্চায়েতের বোটখালি এলাকার নদী বাঁধে ব্যাবহার করা হচ্ছে যা অনেকটা বড়ো বড়ো উঁচু ঢেউ এই টেট্রাপটে আঘাত করে ভেঙে যায় যার ফলে নদী বাঁধ অনেকটা রক্ষা হয় সরাসরি নদীবাদের উপরে এই ঢেউ আছড়ে পড়ে না যেখানে নদীবাদের সামনে টেট্রাপট এর ব্যাবস্থা করা হয়েছে।
সাগর কপিলমুনি মন্দিরের স্থানঘাটের সামনে এই যে টেট্রাপট গুলো নদীর কাছে লাগানো হয়েছে এখানে পরীক্ষাপূর্ণভাবে এটি দেখা হচ্ছে যদি এখানে বালির শিলটেশান পড়ে। তাহলে গঙ্গাসাগরের এক থেকে পাঁচ নম্বর রাস্তা পর্যন্ত বরাবর এই যে স্থানঘাটের সামনে হাজার হাজার টেট্রাপট ও জাপানি জিও চটের মাধ্যমে গঙ্গাসাগর মেলা মন্দির সংলগ্ন সাগরের নদী বাঁধ অনেকটা রেহাই পাবে । সে ক্ষেত্রে গঙ্গাসাগর বাসী থেকে আগত দেশ-বিদেশের তীর্থযাত্রী  পর্যটকেরা অনেকটাই সুরাহ পাবে | #youtube #south24pargananews #south24pgs #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow