Tripura : আগরতলা নাগেরজলা মোটর স্ট্যান্ড পার্কিং জোন থেকে চুরি যাওয়া পালসার বাইক উদ্ধার

Apr 30, 2023 - 15:41
 0  35

আগরতলা নাগেরজলা মোটর স্ট্যান্ড পার্কিং জোনে চুরি হয়ে যাওয়া পালসার 150 বাইক উদ্ধার করলো সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় থানার পুলিশ। বিশালগড় ব্রজপুর এলাকার মানিক দাস ওনার TR07F9361 নাম্বারের পালসার ১৫০ বাইকটি আগরতলা নাগেরজলা মোটর স্ট্যান্ড পার্কিং জোনে রেখে টিআরটিসি বাস টিকিট কাউন্টারের সামনে অন্যান্য দিনের মতো ঠিকাদারি কাজে যোগ দেন। শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মানিক দাস তার কর্ম শেষ করে বাড়ি আসার পথে আগরতলা নাগেরজলা মোটর স্ট্যান্ড পার্কিং জোনে এসে দেখেন বাইকটি চুরি হয়ে গিয়েছে। রবিবার সকাল ৭ টা ৩০ মিনিটে বিশালগড় থানার পুলিশের কাছে একটি খবর আসে গোকুলনগর রাস্তার মাথা আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের পাশে গভীর জঙ্গলে একটি পালসার বাইক ফেলে রেখে পালিয়ে যায় চোরের দল। পরবর্তী সময়ে বিশালগড় থানার ওসি বাদল সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে গভীর জঙ্গল থেকে চুরি যাওয়া পালসার বাইকটি উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন। তবে জানা যায়, চুরি করে চোরের দল এই বাইকটি বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার জন্য কমলাসাগর সীমান্ত এলাকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। অবশেষে পুলিশের কড়া নজর থাকার কারণে বাইক গভীর জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায় চোরের দল। #youtube #agartala #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow