New Jalpaiguri : কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, কর্মহীন ২২ জন শ্রমিক

New Jalpaiguri : কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, কর্মহীন ২২ জন শ্রমিক

Jul 31, 2023 - 18:00
 0  69

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, মঙ্গলবার থেকে কর্মহীন ২২ জন শ্রমিক দীর্ঘ কয়েক বছর ধরে PHE দপ্তরে ড্রিলিং শ্রমিকের কাজে নিযুক্ত ছিল প্রায় ২২ জন শ্রমিক। অভিযোগ, গত ২৪ শে জুলাই ড্রিলিং শ্রমিকদের জানানো হয় ,চলতি মাসের ৩১ তারিখের পর তাদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে। অর্থাৎ আগামীকাল থেকে কর্মহীন হয়ে পড়বেন প্রায় ২২ জন শ্রমিক। ফলে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। কার্যত এই অভিযোগ তুলে সোমবার সেবক রোড সংলগ্ন পরেশ নগর এলাকায় PHE দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হলো শ্রমিকেরা।বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, গত ২৫ বছর ধরে এই দপ্তরে পরিসেবা দিয়ে আসছে তারা। হঠাৎ করে তাদের কাজ থেকে ছাটাই করা হলে তাঁরা কর্মহীন হয়ে পড়বেন। দফতরের তরফে কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত যদি অবিলম্বে বদল না করা হয় তবে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন বিক্ষোভকারীরা। আগামীকাল থেকে কর্মহীন হয়ে পড়লে পরিবার নিয়ে দপ্তরের সামনে বিক্ষোভ জানাবেন বলে হুশিয়ারি দেন বিক্ষোভকারী শ্রমিকেরা। #siliguri #siligurinews #siliguritimes #newjalpaiguri #njp #northbengal #darjeeling #darjeelingnews #westbengal #westbengalnews #banglanews #breakingnews #newstoday #newslive  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow