আজ বিশ্ব জুড়ে পালিত'আন্তর্জাতিক যোগ দিবস'
আজ বিশ্ব জুড়ে পালিত'আন্তর্জাতিক যোগ দিবস'
প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে 'আন্তর্জাতিক যোগ দিবস' পালন করা হয়। ২০১৫ সালে প্রথম সারা বিশ্বে এই দিবসটি উদযাপন হয়েছিল। প্রাচীন ভারতীয় অনুশীলন যোগাসনের বহুবিধ উপকারকে স্বীকৃতি দিয়ে গোটা বিশ্বে ২১ জুন 'যোগ দিবস' পালিত হয়।২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ২১ জুন তারিখটিকে 'আন্তর্জাতিক যোগ দিবস' বলে ঘোষণা করার প্রস্তাব দেন। তিনি যোগব্যায়ামকে "invaluable gift of India's ancient tradition" বলে উল্লেখ করেন। মোদীর এই প্রস্তাব ১৭৭টি দেশ সমর্থন করেছিল। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ ২১ জুন তারিখটিকে 'আন্তর্জাতিক যোগ দিবস' হিসেবে ঘোষণা করে। এর পর ২০১৫ সালের ২১ জুন প্রথম গোটা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।স্বয়ং নরেন্দ্র মোদীর উপস্থিতে সারা দেশে জুড়ে পালিত হচ্ছে বিশ্ব যোগদিবস। #dailyupdates #yogaday #narendramodi @ubanglatvofficial
What's Your Reaction?