দক্ষিণবঙ্গের ক্রেতা সুরক্ষা মেলা
দক্ষিণবঙ্গের মধ্যে বর্ধমানে এই প্রথম ক্রেতা সুরক্ষা মেলা শুরু হল । চলবে তিন দিনব্যাপীয় এই মেলা ২৯শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত।এই মেলায় মোট স্টল রয়েছে ৬০ টি । এই মেলায় মানুষদের যেমন সচেতন করা হচ্ছে তার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে নানান রকম ছোটখাটো ব্যবসা এবং কিছু মেশিনারি এই মেলায় প্রদর্শনই হচ্ছে। বর্ধমান শহরে মেলা হওয়ায় খুশি বর্ধমান জেলার মানুষ ।
What's Your Reaction?