বছর শেষে সুখবর! ‘কর্মবন্ধু’দের বেতন বাড়াল রাজ্য সরকার, মাসে কত টাকা মিলবে?

নয়া হারে বেতন কার্যকর হয়েছে সেপ্টেম্বর মাস থেকে। এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত 'কর্মবন্ধু'রা।

Nov 14, 2024 - 17:39
 0  2

1.

বছর শেষে সুখবর।  রাজ্য সরকারের অধীনস্থ ‘কর্মবন্ধু’ দের ভাতা বাড়ানো হল।বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ, এবার থেকে মাসে ৩ হাজারের বদলে ৫০০০ টাকা করে ভাতা পাবেন ‘কর্মবন্ধু’রা। এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি তাঁরা। বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া কাঠামো কার্যকর হচ্ছে চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে। সেই হারে পরবর্তীতে তাঁদের ভাতা দেওয়া হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow