Tripura : ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাম : U Bangla TV
Tripura : ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাম : U Bangla TV
দু-মিনিটের একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল ত্রিপুরা খোয়াই জেলা মধ্যগনকী এবং পশ্চিম সোনাতলা দুটি গ্রাম। ঘূর্ণিঝড়ের ফলে ২০ থেকে ২৫ টি বসতঘরে মোটা মোটা গাছপালা ভেঙে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে একাধিক বসতবাড়ি পুরোপুরি দুমড়ে মুছরে যায়। এই ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা, বসতঘর ভেঙ্গে পড়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত ও হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতরা হল তবলা বাড়ির সাগর দাস, পুষ্প রানি শীল, পশ্চিম সোনাতলার নমিতা দেব সহ আরোও অনেকে। আহতদের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে। ঘূর্ণিঝড়ের সময় বাইক নিয়ে বাড়ি ফিরছিল সাগর দাস নামে এক যুবক, হঠাৎই একটি গাছ ভেঙ্গে পড়ে তার বাইকের উপর। তাতে সে আহত হয়। একইরকম ভাবে পশ্চিম সোনাতলার নমিতা দেব ঘূর্ণিঝড়ের সময় রান্নাঘরে রান্না করছিল। সেই সময় মোটা একটি গাছ ভেঙে ঘরের উপর আছড়ে পড়লে তিনি আহত হন। এদিকে এই ভয়ানক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির খবর পেয়ে ওই দুই গ্রামে ছুটে যান মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় তহশিলদার, অগ্নিনির্বাপক সংস্থা ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ক্ষতিগ্রস্ত বসতবাড়ি গুলো পরিদর্শন করেন খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সাহায্য প্রদানের জন্য ব্লক প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তহশীলদারের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। যে সমস্ত পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত তাদের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে। #tripura #tripuranews #breakingnews #newstoday #banglanews #tripurabreakingnews @ubanglatvofficial
What's Your Reaction?