সারা রাজ্যে সরাসরি নজর রাখবে নবান্ন! নীলবাড়ির পাশেই তৈরি হচ্ছে রাজ্য পুলিশের ‘বিশেষ কক্ষ’
1.
রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে নয়া ব্যবস্থা করছে নবান্ন। নীলবাড়ির পাশে ডিজি-র কন্ট্রোল রুমে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল। রাজ্যের যে কোনও জায়গার সিসিটিভি ফুটেজ দেখা যাবে ওই ঘর থেকে। পুলিশ এবং নবান্নের একটি সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগেই ওই ‘বিশেষ কক্ষ’ খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। উদ্দেশ্য, সারা বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আরও ভাল করে নজরদারি চালানো।
What's Your Reaction?