Tripura : রথযাত্রা উৎসব | U Bangla TV

Tripura : রথযাত্রা উৎসব | U Bangla TV

Jul 6, 2024 - 17:15
 0  10

রবিবার ৭ই জুলাই রথযাত্রা উৎসব, সারা দেশের সাথে প্রতিবছরের মতো এবছরও ঘটা করে পালিত হবে আগরতলা জগন্নাথ জিউ মন্দির সহ আগরতলা ইসকন মিশনে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের মহারাজ জানিয়েছেন,  ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হবেন প্রভু জগন্নাথ। এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত তিন তিনটি রথ বের হয় নগর দর্শনে। সেই রথে প্রথমটিতে থাকেন বলদেব। দ্বিতীয়টিতে থাকেন জগন্নাথ এবং শেষটিতে থাকেন সুভদ্রা। রথযাত্রার দিন হাজার হাজার ভক্তরা রথের দড়ি টেনে প্রভু জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে নিয়ে চারিদিকে ধর্মীয় গান এবং নাচের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে নিয়ে যায় মামার বাড়ি তথা গুন্ডিচা মন্দিরে। সকল ভুক্তবৃন্দদের আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের রথযাত্রা উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন মন্দিরের মহারাজ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow