Assam : ফুঁসছে ব্রহ্মপুত্র,কাজিরাঙা ছেড়ে পালাচ্ছে গণ্ডারের দল : U Bangla TV
Assam : ফুঁসছে ব্রহ্মপুত্র,কাজিরাঙা ছেড়ে পালাচ্ছে গণ্ডারের দল : U Bangla TV
বর্ষার মরশুম মানেই কার্যত ব্রহ্মপুত্রের অভিশাপ নেমে আসা অসমের বুকে। ফুঁসে ওঠা ব্রহ্মপুত্র নদের দু কূল ছাপানো জলে ভেসে যায় উত্তর-পূর্বের এই রাজ্য।তিরিশ জেলার সাড়ে ২৪ লক্ষ মানুষ বানভাসি। বন্যার জলে কতজন যে ভিটেমাটি হারিয়েছেন, তার হিসেব নেই। অনেকের ঠাঁই হয়েছে ত্রাণশিবিরে। তবে সবচেয়ে বিপর্যস্ত কাজিরাঙা জাতীয় উদ্যান। তার অধিকাংশই জলের নিচে ডুবে গিয়েছে। ভয়ে নিজেদের আস্তানা ছেড়ে পালাচ্ছে গণ্ডার, হরিণের দল। আর গিয়ে পৌঁছচ্ছে লোকালয়ে। একদিকে প্রকৃতির রুদ্ররোষে বন্যপ্রাণীর ভয়, আরেকদিকে বন্যপ্রাণীদের ভয়ে কাঁটা মানুষ – এ কেমন লীলাতবে এবারের বন্যায় সবচেয়ে বিপর্যস্ত কাজিরাঙা জাতীয় উদ্যান। তার প্রায় ৭০ শতাংশ জলের নিচে। প্রকৃতির মাঝে থাকা বন্যপ্রাণীরা এত জল দেখে আতঙ্কিত! জল থেকে বাঁচতে নিজেদের বাসস্থান ছেড়ে পালাচ্ছে গণ্ডারের দল। কাজিরাঙা গণ্ডারের জন্য বিখ্যাত। তাদের সংরক্ষণে বরাবর অতি সতর্ক কর্তৃপক্ষ। গত কয়েক বছরে এখানে গণ্ডারের সংখ্যাও বেড়েছে। কিন্তু তাদের সেই নিরাপদ বাসভূমিই এখন অনিশ্চয়তার কবলে। পরিসংখ্যান অনুযায়ী, গোটা কাজিরাঙার প্রায় ১৫ হাজার বন্যপ্রাণী (Wild Animals) বন্যপ্রাণীর মুখে। অসমের বন্যায় এখনও পর্যন্ত ৯২ টি প্রাণীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯৪টি বন্যপ্রাণীকে। #assam #assamtoday #breakingnews #newstoday #banglanews #newslive @ubanglatvofficial
What's Your Reaction?