Tripura : নিখোঁজ আগরতলার এক ঠিকাদার

Apr 25, 2023 - 18:16
 0  47


আগরতলার বৈশ্যপাড়া এলাকা থেকে সন্তোষ দাস নামে এক ঠিকাদারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। এই অপহরণ কান্ডে কেন্দ্রীয় পূর্ত দফতরের নিগো মাফিয়াদের একাংশ জড়িত রয়েছে বলে খবর। সন্তোষ দাস নামে নিখোঁজ ওই ঠিকাদার কেন্দ্রীয় পূর্ত দফতরের অধীন সরকারি উন্নয়নমূলক কাজ করেন। রবিবার সকাল থেকেই ঠিকাদার সন্তোষ দাস নিখোঁজ বলে তার স্ত্রী ও পরিবারের লোকজনরা জানিয়েছেন। তিনজন ব্যক্তি একটি সাদা রংয়ের মারুতি গাড়ি করে এসে ঠিকাদার সন্তোষ দাসকে বৈশ্যপাড়া এলাকা থেকে জায়গা দেখানোর নাম করে অপহরণ করে। তারপর আর বাড়ি ফিরেনি সে । নিখোঁজ ঠিকাদার সন্তোষ দাসের পরিবার নিগো মাফিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের সন্দেহ করছে। স্বামী সন্তোষ দাস নিখোঁজের বিষয়টি আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশকে জানালেও পুলিশ কিছুই করছে না বলে অভিযোগ স্ত্রীর। পরিবার আতঙ্কে আছে, আদৌ তিনি বেঁচে আছেন কিনা এই ভেবে। #youtube #agartala #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow