আজ আন্তর্জাতিক নৃত্য দিবস
আজ ২৯ শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস, মহান নৃত্য শিল্পী জিন-জর্জেস নাভারের জন্মদিন স্মরনে প্রতি বছর আজকের দিনটি আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে পালিত হয়।২৯শে এপ্রিল,১৯৮২ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক নাট্য সংস্থা আন্তর্জাতিক নৃত্য কমিটি ঘোষণা করে যে 29 শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে পালিত হবে । ভারতীয় তথা সারা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় নৃত্যকে । কত্থক , ভারতনাট্যম, কুচিপুরি, ওড়িশার মত অনেক নৃত্যের ফর্ম ভারত সহ গোটা বিশ্বে সমাদৃত করার জন্য আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। #youtube #internationalday #internationaldanceday @ubanglatvofficial
What's Your Reaction?