Siliguri : ব্যবসায়ীকে প্রতারিত করার দায়ে পুলিশের জালে এক ব্যাক্তি |

Apr 9, 2023 - 15:43
Apr 9, 2023 - 22:00
 0  12

শিলিগুড়ি: নিজেকে ব্যবসায়িক পরিচয় দিয়ে অন্য এক ব্যবসায়ির কাছ থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ এক ব্যাক্তির রিরুদ্ধে। দীর্ঘ কয়েক মাস পর অভিযুক্তকে ধরতে সমর্থ্য হল এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, গত ২৬শে জানুয়ারি ফুলবাড়ীর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার প্রদীপ দাগা নামে এক এলাচ ব্যবসায়ীর কাছে গিয়ে নিজেকে নয়াবাজারের এক ব্যবসায়ী বলে পরিচয় দেন দীলিপ বানসাল নামে শিলিগুড়ি প্রনামী মন্দীর রোডের এক ব্যাক্তি। এমন কি নয়াবাজারের এক প্রতিষ্ঠিত ব্যাবসায়ীরও পরিচয় দেন তিনি। ব্যবসায়ী প্রদীপ দাগার বিশ্বাস অর্জনের পর সেই ব্যক্তিকে ৩০ ব্যাগ এলাচ দেওয়া হয় বলে অভিযোগ। যার বাজার মুল্য প্রায় ১১ লক্ষ টাকা। পেমেন্টের জন্য তিনদিনের সময় চেয়ে মাল নিয়ে চলে যায় দীলিপ বানসাল। বেশ কিছুদিন যাওয়ার পর ব্যবসায়ী বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। তরিঘরি এন জে পি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরপরই তদন্ত নামে পুলিশ।অন্যদিকে শহর থেকে গা ঢাকা দেন অভিযুক্ত। দীর্ঘ প্রায় তিনমাস পালিয়ে থাকার পর অবশেষে গত শুক্রবার প্রনামী মন্দির রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শনিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। #youtube #siliguri #siligurinews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow