Karseang : নেপালী নববর্ষ পালন বিষয়ে কার্শিয়াং মহকুমা কমিটির বিশেষ বৈঠক |
কার্শিয়াং: গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কার্শিয়াং মহকুমা কমিটি এবং গোর্খা কালচারাল ইনস্টিটিউট কার্শিয়াংয়ের যৌথ উদ্যোগে কার্শিয়াংয়ে তিন দিনব্যাপী নেপালি নববর্ষের সভা অনুষ্ঠিত হয়েছে। নববর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান পেমেন্দ্র গুরুং-এর সভাপতিত্বে ভাগোপ্রমো কার্শিয়াং মহকুমা কমিটির পার্টি অফিসে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ১৪, ১৫ ও ১৬ এপ্রিল কার্শিয়াং এই তিন দিনব্যাপী নেপালি নববর্ষ উদযাপনের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন এবং নববর্ষ পালন নিয়ে আলোচনা হয়। ভাগোপ্রমোর কেন্দ্রীয় সদস্য সমীরদীপ ব্লন, মহকুমা সম্পাদক ও বিধানসভা সদস্য প্রনাম রাসাইলি, গোর্খা কালচারাল ইনস্টিটিউট কার্শিয়াং-এর সভাপতি আশা মুখিয়া লামা, নারী শক্তি কেন্দ্রীয় সভাপতি অনু প্রধান, কেন্দ্রীয় সদস্য জেইতুন নিশা খাতুন, মহকুমা সম্পাদক মাইয়া ঠাকুরি, ভাগোপ্রোমো কার্শিয়াং মহকুমা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব থাপা উপস্থিত ছিলেন। এছাড়া যুগ্ম সম্পাদক বিশাল শর্মা ও এমবি ঘলে, কোষাধ্যক্ষ সঞ্জয় প্রধান, প্রচার সম্পাদক দীপেন সেবা প্রমুখরাও উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভাগোপ্রমো কার্শিয়াং মহকুমা কমিটির সেক্রেটারি ও সদস্য প্রনাম রাসাইলী এবং গোর্খা কালচারাল ইনস্টিটিউট কার্শিয়াং এর চেয়ারপার্সন আশা মুখিয়া লামা বিস্তারিত ব্যাখ্যা দেন। #youtube #darjeeling #darjeelingnews @ubanglatvofficial
What's Your Reaction?