Siliguri : প্লাসটিক ক্যারিব্যাগ বর্জনের দাবি |
Siliguri : প্লাসটিক ক্যারিব্যাগ বর্জনের দাবি |
বিশ্ব পরিবেশ দিবস প্রাক্কালে সচেতনতা মুলক র্যালি। ফের উঠলো শহরে প্লাসটিক ক্যারিব্যাগ বর্জনের দাবি। আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিতে সমগ্র দেশে পরিবেশ সচেতনতামূলক নানান কর্মসূ গ্রহণ করা হবে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে।শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকেও এই দিনটিতে একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবুজায়নের স্বার্থে শহরে শতাধিক গাছ লাগানো হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।ইতিমধ্যে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বর্জনের আবেদন নিয়ে বাজারে বাজারে হাজির হলো গেটবাজার যুবভারতী ক্লাব ও অন্যান্য সমাজসেবী সংগঠন। এদিন বাজারে ঘুরে ঘুরে ব্যাবসায়ীদের কাছে প্লাস্টিক বর্জনের আবেদন জানান। #newstoday #newsvideo #carent_afear #siliguri #siligurinews
What's Your Reaction?