Siliguri : কফিন বন্দী গাঁজা|
Siliguri : কফিন বন্দী গাঁজা|
অভিনব উপায়ে গাঁজা পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হল না। পাচারের আগেই এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে গেল বিপুল পরিমাণে গাঁজা সহ চার পাচারকারী। এদের মধ্যে একজন মহিলাও রয়েছে। জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিকরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা এলাকার ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স আটক কর।অ্যাম্বুলেন্সটি ত্রিপুরার আগরতলা থেকে বিহারের বেগুসরাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সে সাদা কাপড়ে মোড়ানো একটি কফিন রয়েছে। কফিনের মধ্যে থরে থরে সাজানো গাজার প্যাকেট। এদিন মোট ১৮ টি প্যাকেট উদ্ধার হয়েছে। যার ওজন প্রায় ৬৪ কেজি। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক ও সরস্বতী দাস। এদের মধ্যে সমীর দাস অ্যাম্বুলেন্সের মালিক তথা চালক। সমীর দাস বাকি তিনজনকে ত্রিপুরার আগরতলা থেকে বিহারে গাঁজা পরিবহনের কাজে নিয়োজিত করেছে।
#siliguri #siligurinews #tripura #coffin #marijuananews
What's Your Reaction?