শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান

Apr 6, 2023 - 21:21
 0  5

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান।মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।যেভাবেই হোক শিলিগুড়ি শহরকে মাদক মুক্ত করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রতিটি থানা,স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টে লাগাতার মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।এমনই একটি অভিযানে বড়সড় সাফল্য মিলল বৃহস্পতিবার দুপুরে!শিলিগুড়ির মাটিগাড়ার চাঁদমণি চা বাগানের সংলগ্ন এলাকায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশের অভিযানে গ্রেফতার হল তিনজন।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার রয়েছে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার।যার আনুমানিক বাজার দর প্রায় কোটি টাকা।ধৃতদের মধ্যে দুজন মহিলা একজন পুরুষ।ধৃতদের নাম মোহাম্মদ হাকিমউদ্দিন,খাতিজা নেশা এবং নাজারা বেগম।ব্রাউন সুগার সহ ধৃত তিনজনকে স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেয়।ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতদের হেফাজত থেকে ব্রাউন সুগার উদ্ধার করে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে মাটিগাড়া থানার পুলিশ।অভিযুক্তদের সাথে আর কারা জড়িয়ে রয়েছে তার খোঁজে শুরু হয়েছে তদন্ত।পুলিশ সূত্রে আরও জানা যায় রিমান্ডের আবেদন জানিয়ে অভিযুক্তদের আগামীকাল শিলিগুড়ি আদালতে তোলা হবে।  @ubanglatvofficial  #siliguri #siligurinews

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow