South 24 pgs : অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব : U Bangla TV
South 24 pgs : অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব : U Bangla TV
বসন্ত উৎসব হল বাঙালিদের দ্বারা উদযাপিত একটি উৎসব। উৎসবটি প্রতিবছর ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত হয়। পশ্চিমবঙ্গ ও বাঙালি অধ্যুষিত অন্যান্য ভারতীয় রাজ্যে উৎসবের প্রভাব পরিলক্ষিত হয়; শান্তিনিকেতনে উৎসবের সবচেয়ে বৃহৎ আয়োজন দেখা যায়।এই উৎসবটি বিংশ শতাব্দীর তৃতীয় দশে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। এই উৎসবে হোলি ও বাংলার নিজস্ব দোল উৎসবের মার্জিত রূপ দেখা যায়।আজ অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিন ২৪ পরগনা বিভিন্ন স্থানে বসন্ত উৎসবপালিত হল কোথাও র্যালির কোথাওবাউল বাউল গান দিয়ে | #newstoday #banglanews #south24pargana #south24pargananews @ubanglatvofficial
What's Your Reaction?