Purbobardhaman : স্কুলে শৌচাগারে তালা ,বাড়ি যেতে হয় ছাত্র ছাত্রীদের : U Bangla TV

Purbobardhaman : স্কুলে শৌচাগারে তালা ,বাড়ি যেতে হয় ছাত্র ছাত্রীদের : U Bangla TV

Feb 12, 2024 - 16:48
 0  2

স্কুলের জন্য শৌচাগার নির্মাণ করা হলেও তালা লাগিয়ে রাখা হয়। ফলে স্কুলের পড়ুয়াদের বাড়িতে গিয়ে শৌচকর্ম সারতে হয়। এর প্রতিবাদ জানিয়ে সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রায়রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ।তারপর পরিস্থিতি শান্ত হয়। স্কুলের প্রধান শিক্ষিকের বিরুদ্ধে স্কুলের মধ্যে ধূমপান এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা বাসিন্দারা। রায় রামচন্দ্রপুর উন্নত প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬৫ জন ছাত্রছাত্রী রয়েছে। রয়েছেন দুজন শিক্ষক শিক্ষিকা ।স্কুলে পানীয় জলের জন্য স্কুলে পাম্প বসানো হলেও পাইপলাইন হয়নি। ফলে ক্লাসরুম থেকে বেশকিছুটা দুরে শৌচাগারে জলের ব্যবস্থাও হয়নি। স্থানীয়রা জানান শৌচাগারে এমনিতেই তালা লাগানো থাকে। তার উপর কোনো পড়ুয়া শৌচাগারে গেলে তাকে বালতিতে জল ভরে বয়ে নিয়ে যেতে হয় শৌচাগারে। এতে বাচ্ছারা কষ্টভোগ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ স্থানীয় বেশকিছু অভিভাবক স্কুলে এসে প্রধানশিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান। তারা অভিযোগ তুলেছেন প্রধানশিক্ষক স্কুলের অফিস রুমের মধ্যেই ধূমপান করেন। প্রকাশ্যে দেখা যায়। এনিয়ে নিষেধ করা হলেও প্রধান শিক্ষক কর্নপাত করেননি। স্কুলের মিড ডে মিলের খাবার মান নিয়েও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। #purbobardhman #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow