মুর্শিদাবাদ : অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ |
মুর্শিদাবাদের সালার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে উঠলো ভয়ংকর অভিযোগ। দাদাগিরির ফলে অ্যাম্বুলেন্স এর ভিতরেই মৃত্যু হল মহিলার। গতকাল রাত্রে মুর্শিদাবাদ জেলার সালারের মাধাইপুরের বাসিন্দা শাকিব আলী তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গেলে চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করেন। তবে হাসপাতালের অ্যাম্বুলেন্স না নিয়ে রোগীর পরিবার হাসপাতালের বাইরে থেকে পরিচিত অ্যাম্বুলেন্স দ্বারা কলকাতা নিয়ে যেতে চাইলেই প্রথমে রোগী পরিবারের সঙ্গে হাসপাতালের থাকা অ্যাম্বুলেন্স চালকদের তুমুল বচসা শুরু হয়, রোগী পরিবারকে চাপ দেওয়া হয় হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য রোগী পরিবার রাজি না হলে অসুস্থ রোগীর সামনেই রোগীর সন্তান কে মারধর এমনকি অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ আটকে রেখে ভাংচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে ওই অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। আর সেই সময়েই অ্যাম্বুলেন্স এর ভিতরেই চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় ৪২ বছর বয়সী চাঁদতারা বিবি ওই অশুস্থ মহিলা রোগীর। সোমবার মাঝ রাতের এই ঘটনায় একাধিক প্রশ্ন করছে হাসপাতালে নিরাপত্তা ও অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি নিয়ে।
What's Your Reaction?