Bardhaman : আদিবাসীদের বাহাপরব উৎসব : U Bangla TV

Bardhaman : আদিবাসীদের বাহাপরব উৎসব : U Bangla TV

Mar 25, 2024 - 16:02
Mar 25, 2024 - 16:28
 0  4

অন‍্যরকম এক বসন্ত উৎসব। আসানসোলের পৌরনিগমের অন্তর্গত ৯৮নম্বর ওয়ার্ড তথা হারামডি রাঙাপাড়া আদিবাসী অঞ্চলে। আদিবসীদের কথা অনুসারে এ হলো বসন্তের বাহাপরব। এই আদিবাসী গ্রামে দোল বা বসন্ত উৎসবে কোনো রঙের ব্যববহার হয়না। শুধু জল ব্যবহার হয়। কারন তারা প্রকৃতির উপাদানে বিশ্বাসী। বাজারজাত রঙ সবই তো ক‍েমিক‍্যাল ভাবে প্রস্তুত। তাই তারা শাল পলাশের ফুল ও প্রকৃতিদত্ত জলেই ভরসা রাখেন। তবে এই বসন্ত উৎসব তথা বাহাপরবে আদিবাসীরা তাদের পারিবারিক সম্মাণ অক্ষুন্ন রেখেই এই উৎসবে মেতে ওঠেন। মূলত যারা পারস্পরিক ইয়ার্কি ও আনন্দের সম্পর্কে অবস্থান করেন, তারাই পরস্পরকে রঞ্জিত করেন। একই সাথে এদিন আদিবাসী সমাজে নৃত‍্য গীত ও খাওয়া - দাওয়ার আয়োজন থাকে উৎসব মুখর পরিবেশে। #newstoday #banglanews #tripuranews #tripura  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow