Kolkata : ডাকঘর আয়োজিত রবির বসন্ত : U Bangla TV
Kolkata : ডাকঘর আয়োজিত রবির বসন্ত : U Bangla TV
২৪ শে মার্চ রবিবার, বিকেল চারটায়, গড়িয়াহাট ট্যাঙ্গুলার পার্কে , বসন্ত উৎসব কে কেন্দ্র করে ডাকঘর আয়োজিত রবির বসন্ত এবং নৃত্যনাট্য শ্যামা অনুষ্ঠিত হলো। এর সাথে সাথে ২৩ ও ২৪ শে মার্চ এই দুদিন ব্যাপী মেলার আয়োজন ও করা হয়েছিল l সুন্দর সুন্দর খাবারের স্টল থেকে শুরু করে জামা কাপড় ও গহনার সরঞ্জাম নিয়ে এই মেলায় উপস্থিত হয়েছিলেন বিক্রেতারা ।অনুষ্ঠানের শুভ সূচনা হয় পুরুলিয়ার ছৌ নৃত্য, গণসঙ্গীত এবং বিভিন্ন নৃত্যনাট্যের মধ্য দিয়ে ।ভিন্ন জায়গা থেকেও ছোট থেকে বড় নৃত্য শিল্পীরা এবং তাদের শিক্ষকরা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে, তাদের নৃত্য একের পর এক পরিবেশন করছিলেন । এই অনুষ্ঠানে কয়েকশো গুন মুগ্ধ সঙ্গীতপ্রেমী ও নৃত্য প্রেমী মানুষেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি দেখার জন্য, তার সাথে সাথে লোভনীয় সুস্বাদু খাবার খাওয়ার হিরিক দেখাই গেল ।ডাকঘর এর আয়োজিত এই অনুষ্ঠান ১২ বছর ধরে একই ভাবে চলে আসছে, ২৩ শে মার্চ আরও একটি অনুষ্ঠান রেখেছিলেন ...,তুলনা হীনা সিজন ৩ ...কে হবে সেরা সেরা, সাড়ে ছটা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এরপরই সেরার সেরা পুরস্কার তুলে দেওয়া হয় ।সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে ডাক ঘর এর কর্ণধার বলেন, তারা বিগত ১২ট বছর ধরে এই অনুষ্ঠান করে আসছেন, এই প্রোগ্রামটি করতে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে, তবেই তারা এতগুলি স্কুলকে সংযুক্ত করতে পেরেছেন এবং তাদের ছেলে মেয়েদেরকে এই অনুষ্ঠানে আনতে পেরেছেন । তিনি আরো বলেন শুধু অনুষ্ঠান করলেই হবে না, এটি এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছাবে। এবং ছোট ছোট ছেলেমেয়েরা উৎসাহ পাবে। তাই এদিন বসন্ত উৎসবের সাথে সাথে ছোট ছোট ছেলেমেয়েদের নৃত্যের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করছেন । যার গানের মধ্য দিয়ে ও নৃত্যের মধ্য দিয়ে বসন্ত সারাদেশে আন্দোলিত হয়। রবীন্দ্রনাথের গানের তালে তালে ও নৃত্যের তালে তালে রঙিন আবীরে সবাই রঙিন হয়ে ওঠে, #kolkata #kolkatanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?