Nadia : সুউচ্চ 18 ফুটের সরস্বতী : U Bangla TV
Nadia : সুউচ্চ 18 ফুটের সরস্বতী : U Bangla TV
সুউচ্চ 18 ফুটের সরস্বতী নদীয়ার রানাঘাটে। এবার দক্ষিণপাড়া সরস্বতী পুজো কমিটি জানান তারা উচ্চতার দিক থেকেও সুউচ্চ সরস্বতীর খোঁজ নিতে বেরিয়েছিলেন । যদিও উচ্চতা শুরু, এ বছর নয় বিগত ২৬ বছর ধরে দক্ষিণ পাড়া সরস্বতী পূজা কমিটি যথেষ্ট উচ্চতর ঠাকুর পূজা করে আসেন। তবে ১০ থেকে ১৪ ফুট এর মধ্যে উচ্চতা থাকা ঠাকুর এবার ১৮ ফুট। উদ্যোতাদের মধ্যে সৌমজিৎ ব্যানার্জি দাবি করেছেন এটাই নদীয়া জেলার সবচেয়ে উঁচু সরস্বতী। পুজো উপলক্ষে ভোগ প্রসাদ বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। প্রতিমা নির্মাণ করেছেন পার্শ্ববর্তী কায়েত পাড়ার, গোপাল পাল। তিনি জানাচ্ছেন বিগত ১০-১২ দিন ধরে এই স্থানেই বানানো হয়েছে প্রতিমা তবে এর আগে এত উচ্চতার ঠাকুর তিনি করেননি। তবে ডাকের সাজে হাত লাগিয়েছেন পূজা কমিটির সদস্যরাও। প্রতিমা দেখতে রানাঘাট তো বটেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষজন ভিড় করছেন। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?