South 24 Pargana : আশায় বুক বাঁধছেন হাজার হাজার মৎস্যজীবী

South 24 Pargana : আশায় বুক বাঁধছেন হাজার হাজার মৎস্যজীবী

Jun 12, 2023 - 13:23
Jun 12, 2023 - 13:24
 0  3

রুপালি মৎস্য খোঁজে, মৎস্যজীবীরা পাড়ি দেবে গভীর সমুদ্রে তার জোর কদমে প্রস্তুতি চলছে কাকদ্বীপে । আর মাত্র কয়েকটা দিন তার পর গভীর সমুদ্রে পাড়ি দেবে মৎস্যজীবীরা বাঙালি প্রিয়া মাছ ইলিশের সন্ধানে। গত দু’‌মাস বন্ধ থাকার পর আগামী ১৫ ই জুন থেকে ফের শুরু হবে গভীর সমুদ্রে মাছ ধরা। এই দুই মাস মূলত সামুদ্রিক মাছেদের প্রজননের জন্য গত ১৫ এপ্রিল থেকে গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ করে দিয়েছিল মৎস্য দপ্তর। বিশেষকরে ইলিশের প্রজননের সময় এই দু’‌মাস। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, সাগর সহ বিভিন্ন বন্দর ও ঘাটে সমুদ্রে পাড়ি দেওয়ার প্রস্তুতি চলছে জোরকদমে। ট্রলার রঙ থেকে শুরু করে জাল সারাই কাজ ও অন্যান্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা। গত কয়েক বছর ধরে সামুদ্রিক মাছের আকাল। ফলে লোকসানে পড়েছেন ট্রলার মালিক থেকে মৎস্যজীবীরা। চলতি বছরে লোকসান কাটিয়ে আবার লাভের মুখ দেখা যাবে, সেই আশায় বুক বাঁধছেন হাজার হাজার মৎস্যজীবী। #newstoday #banglanews #news #westbengal #south24pargana  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow