Siliguri : এখনও টাটকা পুলওয়ামার ক্ষত প্রতিটি ভারতবাসীর মনে : U Bangla TV |
Siliguri : এখনও টাটকা পুলওয়ামার ক্ষত প্রতিটি ভারতবাসীর মনে : U Bangla TV |
পেরিয়েছে চার বছর। এখনও টাটকা পুলওয়ামার ক্ষত প্রতিটি ভারতবাসীর মনে। 2019 সালের এই দিনটিতেই জঙ্গিদের হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন জওয়ান। ঘটনায় কেঁপে উঠেছিল দেশের মাটি। সেই দিনের গভীর ক্ষত আজও দেশবাসী মনে বয়ে নিয়ে বেরাচ্ছে। যেখানে সারা বিশ্ব এদিন ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো উদযাপনে ব্যস্ত, সেখানে শিলিগুড়িতে দেখা গেল অন্য ছবি। বুধবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন শহরের তরুণপ্রজন্ম। এদিন বাঘাযতীন পার্কে শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও গিভ লাইফ সোসাইটি তরফে শ্রদ্ধা জানানো হয় শহিদদের । শুধু তাই নয়, দেশত্মবোধক গান গেয়ে পড়ুয়ারা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদদের শ্রদ্ধা জানাতে পালন করা হয় নীরবতা । ব্যস্ত শহরের মাঝে পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানাতে এগিয়ে আসে সাধারণ মানুষও। #siliguri #siligurinews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?