এসি ছাড়াই মুহূর্তে ঠান্ডা হবে ঘর,গরম থেকে রেহাই পেতে জানুন সহজ ঘরোয়া উপায়
এসি ছাড়াই মুহূর্তে ঠান্ডা হবে ঘর,গরম থেকে রেহাই পেতে জানুন সহজ ঘরোয়া উপায়
তীব্র গরম বাইরে প্রখর রোদ একই সঙ্গে দাবদাহ ঘরে থেকেও যেন শান্তি নেই। এয়ার কন্ডিশনার ছাড়া ঘরে টেকা দায়। ঘরে এসি থাকলে তো কেল্লাফতে। হাতের রিমোটেই শান্তি। কিন্তু যাদের কাছে সেই সুযোগ নেই? তাদেরও উপায় আছে। জেনে নিন এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার বেশ কিছু উপায়। দিনের বেলায় জানলায় মোটা ও ভারী পর্দা ঝুলিয়ে দিন। কারণ আপনার ঘরের জানলা দিয়েই বেশিরভাগ তাপ প্রবেশ করে। আপনার প্রয়োজন সেই তাপপ্রবাহ আটকে রাখা। তাই এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার জন্যএই ধরনের পর্দা ব্যবহার করতে পারেন। আগেকার দিনের মানুষ আরও একটি পদ্ধতি ব্যবহার করতেন। কোনও ভারী বেড কভার ভিজিয়ে টাঙিয়ে রাখতেন। এতেও ঘর অনেক্ষণ ঠান্ডা থাকে।তাপপ্রবাহ কমে গেলেই ঘরের জানলা খুলে দিন। যাতে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। ঘর ঠান্ডা রাখার জন্য ঘরে ভেন্টিলেশন হওয়া খুবই প্রয়োজন। তাই দরজা খোলা রাখুন। গাছ আপনার ঘরকে ঠান্ডা রাখার জন্য খুব ভালো ভূমিকা পালন করতে পারে। আপনি সেই বিষয়টি খেয়াল রাখুন। এয়ার পিউরিফায়ার গাছ রাখুন ঘরে। যেমন স্নেক প্ল্যান্ট, পিস লিলি, স্পাইডার প্ল্যান্ট আপনি ঘরে রাখতে পারেন। এটি আপনার ঘরের বাতাস পরিশুদ্ধ করে ও ঘর ঠাণ্ডা রাখে। @ubanglatvofficial
What's Your Reaction?