তীব্র দাবদাহে আইনজীবীদের নিয়ম পরিবর্তন বর্ধমান আদালতে

Apr 18, 2023 - 17:35
 0  3

বর্ধমান জেলা আদালতে বেশ কিছু নিয়ম চালু হলো,মূলত গ্রীষ্মের তীব্র দাবদাহে চারদিন ব বন্ধ থাকবে আদালত,তবে পুরোপুরি নয়। কার্যত কিছু নিয়ম করা হয়েছে উভয় পক্ষের জন্য, তার মধ্যে যেমন কোনো বিচারাধীন ও তাঁর আইনজীবী সময় মতো পৌঁছাতে না পারলে,তাদের বিরুদ্ধে নতুন কিছু অর্থাৎ সরাসরি মামলা যোগ করা যাবেনা,রমজান মাসে অনেকে মুসলিম সম্প্রদায়
মানুষজন বাড়ি থেকে বের হতে পারছেননা তীব্র গরমের জন্য।এছাড়া আরো অনেক কিছু বিষয় রয়েছে আইনজীবীদের তাদের কাজের অনেকটা সমস্যা দেখা যাচ্ছে এই গরমের কারনে,সেই সব কথা চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়,বর্ধমান বার এসোসিয়েশনের পক্ষ থেকে জানালেন, কমিটির সভাপতি অরূপ দাস,বিশিষ্ট আইনজীবী কমল দত্ত প্রমুখ।
এদিন বর্ধমান বার এসোসিয়েশনের সভা কক্ষে এনিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। #youtube #bardhaman #bardhman_news #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow