Asansol : তিনদিনের আদিবাসী নৃত্যের কর্মশালা ও ভাষা দিবস পালন কন্যাপুরে : U Bangla TV
Asansol : তিনদিনের আদিবাসী নৃত্যের কর্মশালা ও ভাষা দিবস পালন কন্যাপুরে : U Bangla TV
২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসানসোলের কন্যাপুরে আদর্শ শ্রমিক কল্যান কেন্দ্রে মাতৃভাষা দিবস এবং তিনদিনের আদিবাসী নৃত্যের কর্মশালা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্নাহবলম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ বাউড়ী, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মহকুমাশাসক সহ বিশিষ্ট অতিথিরা। প্রদীপ প্রজ্জ্বলনের সাথে মাতৃভাষা দিবস পালন ও আদিবাসী নৃত্যের কর্মশালার উদ্বোধন করা হয়। মলয় ঘটক জানান ১৯৭২ সালে নিজেদের মাতৃভাষার স্বীকৃতি আদায়ের জন্য অনেকে প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে ২১শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস পালিত হয়। সারা বিশ্বে নিজ নিজ মাতৃভাষার স্বীকৃতি আদায়ের জন্য আন্দোলন শুরু হয়েছিল এবং নিজ নিজ মাতৃভাষার স্বীকৃতি আদায়ের জন্য অনেকে প্রাণও দিয়েছিলেন তাই ২১ শে ফেব্রুয়ারী সারা বিশ্বে মাতৃভাষা দিবস পালিত হয়। #asansol #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?