Tripura : গাড়ি চালকদের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা : U Bangla TV

Tripura : গাড়ি চালকদের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা : U Bangla TV

Feb 21, 2024 - 17:31
 0  6

৩৫ তম জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরার পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন দূরপাল্লার চালকদের জন্য রাস্তায় এক হাজারের ও বেশি বিশ্রামাগার তৈরি হবে। দূরপাল্লার চালকদের শারীরিক এবং মানসিক চাপ নিতে হয় অনেক বেশি। এর থেকেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে।গাড়িতে বসে সিট বেল্ট বাঁধা, বাইক, স্কুটি চালানোর সময় মাথায় হেলমেট লাগানো, নেশা করে যানবাহন না চালানো এসবের প্রতি নজর রেখে প্রত্যেককে গাড়ি বাইক চালানোর জন্য পরামর্শ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow