Medinipur : জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষা : U Bangla TV
Medinipur : জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষা : U Bangla TV
নিত্যদিন জাতীয় সড়কে দেখা দিচ্ছে ফাটল। জাতীয় সড়কে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। আর সেই জাতীয় সড়কেরই এবার স্বাস্থ্য পরীক্ষায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে খড়গপুর আইআইটিকে দিয়ে খড়গপুর বালাসোর এর মাঝে ৬০ নম্বর জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষা করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ১১৯.৫ কিলোমিটার রাস্তার স্বাস্থ্য পরীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৪ মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত, জাতীয় সড়কের দুটি কংক্রিট পয়েন্টের মাঝে যে জয়েন্ট থাকে সেই জয়েন্ট এর নিচে থাকা আয়রন বারের অবস্থান, গুণগতমান পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি রাস্তায় যে কংক্রিটের মেটেরিয়াল রয়েছে সেগুলির গুণগতমান কেমন রয়েছে তাও দেখা হচ্ছে। সূত্রের খবর, আইআইটি খড়্গপুরের তরফে থরো ইনভেস্টিগেশন এর পর রিপোর্ট তুলে দেওয়া হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে। সেই রিপোর্টে জাতীয় সড়কে কি কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যা থেকে মুক্তি পেতে কি কি করণীয় তার তথ্য দেওয়া থাকবে বলেই জানা গিয়েছে। এই ধরনের পদক্ষেপের ফলে জাতীয় সড়কে রোড সেফটি সুনিশ্চিত করা যাবে বলেই দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের।
What's Your Reaction?