Murshidabad : রূদ্রদেবের মন্দিরে বচসায় জড়িয়ে পড়েন দুই ভক্ত |

Apr 13, 2023 - 13:16
 0  2

কথাই আছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট তবে আর এক্ষেত্রেও ঠিক যেনো তাই হল। উল্লেখ্য,মুর্শিদাবাদের কান্দি শহরের বাবা রুদ্র দেবের মন্দিরের গাজন উৎসব প্রায় ৭০০ বছরের প্রাচীন। আর এই গাজন উৎসবের মূল আকর্ষণ হলো মরার খুলি নাচানো। আর এই দৃশ্যই ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রাম রিলস করার জন্য কলকাতা থেকে একটি দল এসেছিল কান্দির রুদ্র দেবের মন্দিরে , কিন্তু বৃহস্পতিবার সকালে গাজন উৎসবের এই বিশেষ রিতি শুরু হতেই এই দুই মহিলার মধ্য প্রথমে বাদ বিতোন্ডা বাঁধে। তবে মন্দিরে উপস্থিত ভক্তরা তাদের বচসা কোনক্রমে থামিয়ে দিলেও প্রশ্ন উঠতে শুরু হয়েছে,গাজন উৎসব উপলক্ষে প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা মেনে যখন মরার খুলি নাচানো হচ্ছে মন্দিরের ভিতরে, হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছে সেখানে, তখন পুলিশ মন্দিরের ভিতরে না থেকে কেন বাইরে ছিল ? যদিও মন্দিরের ভিতরে পুলিশ থাকতো তাহলে হয়তো গাজন উৎসবের দিন সকালে এই ছবি বাংলার মানুষকে দেখতে হত না, বলেই অভিমত মন্দির কর্তৃপক্ষের। #youtube #murshidabad #murshidabad_news #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow