Tripura : আগরতলা পৌরনিগমের বাজেট পেশ

Apr 24, 2023 - 18:52
 0  19

আগামী চার মাসের জন্য ১ কোটি ৪২ লক্ষ টাকার ইস্টিমেট বাজেট পেশ করল আগরতলা পৌরনিগম। সোমবার আগরতলা সিটি সেন্টারে আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে ত্রিপুরার সমাজকল্যাণ এবং সমাজশিক্ষা বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। আগামী ২৬শে এপ্রিল পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। #youtube #agartala #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow