Murshidabad : স্কুল হওয়ার কথা থাকলেও সকালে স্কুল বন্ধ রাখার অভিযোগ

Apr 24, 2023 - 19:10
 0  3

সরকারি নির্দেশমতো পড়ুয়াদের প্রচন্ড গরমের হাত থেকে সস্থি দিতে সোমবার থেকে সকালে স্কুল হওয়ার কথা থাকলেও সকালে স্কুল বন্ধ রাখার অভিযোগ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ২২নং কেন্দুয়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।এরফলে হয়রানির শিকার ছোট্ট ছোট্ট শিশু ও তাদের অভিভাবকদের।এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী সকালে স্কুল খোলার কথা।কিন্তু ফরাক্কা ব্লকের ২২নং কেন্দুয়া প্রাথমিক স্কুলে জলের পাইপলাইনের কাজ ও অন্যানো জলের কাজ করার জন্য সকালে স্কুল বন্ধ রেখে ১১ টা দিকে স্কুল খোলার রাখার সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক। আর স্কুল বন্ধ থাকার খবরও অভিভাবকদের জানানো হয় নি বলে অভিযোগ।

যদিও প্রধান শিক্ষক সন্দীপ মুখার্জীর দাবি,তিনি ফরাক্কা চক্র স্কুল পরিদর্শক দীপান্বিতা কুন্ডুকে মৌখিকভাবে জানিয়ে সকালে স্কুল বন্ধ রেখে ১১ টা দিকে স্কুল খোলার সিদ্বান্ত নেন। #youtube #murshidabad_news #murshidabad #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow