Tripura : ত্রিপুরার মুখ্যমন্ত্রী কাছে প্রাণভিক্ষা চেয়ে সপরিবারে ধর্নায়
সকালে আগরতলা পূর্ব চানমারি এলাকায় রাজনৈতিক হিংসার প্রতিবাদ জানিয়ে রাস্তায় ধর্নায় বসেছে চাকরিহারানো ১০ হাজার ৩২৩ শিক্ষক সহ তাদের পরিবারের লোকজনরা। গত ২রা মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পর থেকেই সিপিআইএম কর্মী বিশ্বজিৎ লোধের বাড়িতে প্রতিনিয়ত আক্রমণ করছে এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতি। সিপিআইএম কর্মী বিশ্বজিৎ লোধের স্ত্রী জানান, গত ২রা মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন তাদের বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছিল। মঙ্গলবার রাতেও এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতি তাদের দুটি দোকান ভেঙে চুরমার করে দেয়। সিপিআইএম কর্মী বিশ্বজিৎ লোধের ভাই চাকরিচ্যুত ১০ হাজার ৩২৩ শিক্ষকদের মধ্যে একজন ছিলেন। তার স্ত্রী আবার ক্যান্সার আক্রান্ত। সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে দুষ্কৃতিকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সপরিবারে ধর্নায় বসেছেন। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?