বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলা শহরের রাজপথে সুবিশাল বর্ণাঢ্য র‌্যালী

Apr 7, 2023 - 17:35
 0  4

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলা শহরের রাজপথে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য র‌্যালীটি আগরতলা রাজবাড়ীর সামনে থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী সময়ে এই র‌্যালীটি পুনরায় আগরতলা রাজবাড়ীর প্রাঙ্গনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস, চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এদিন প্রাক্তন বিধায়ক ডাক্তার  দিলীপ কুমার দাস বলেন, প্রতিবছর ৭ এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ড হেলথ ডে। স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালিত হয়ে আসছে। পাশাপাশি স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আলাপ-আলোচনা করা ও এই স্বাস্থ্য দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। স্বাস্থ্য ও নানান সমস্যা সম্পর্কে ব্যক্তিকে সচেতন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র নেতৃত্বে সমগ্র বিশ্বে এই দিনটি পালন করা হয়। ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হলেও ১৯৫০ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। বিশ্বের সমস্ত নাগরিক যাতে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারে ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, তা নিশ্চিত করাই এই দিনটির উদ্দেশ্য

#tripura #tripuranews #worldhealthday2023

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow