মুসলিম হয়েও এক হিন্দু পিতার শ্রাদ্ধ শান্তির যাবতীয় ক্রিয়া কর্ম করলেন দুই ছেলের সাথে
মানবতার এক অন্য ধরনের নজির দেখলো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীবাসী। নিজে মুসলিম হয়েও এক হিন্দু পিতার শ্রাদ্ধ শান্তির যাবতীয় ক্রিয়া কর্ম করলেন মুজিবর শেখ। হিন্দু রীতিনীতি মেনে মস্তক মুন্ডন করে প্রয়াতর দুই ছেলের সঙ্গে বসে মন্ত্রপাঠ করতে দেখা গেল ওই মুসলিম যুবককে। পূর্বস্থলী ২ নং ব্লকে চুপী কালীতলা গ্রামে্র বাসিন্দা সমরেন্দ্রনাথ চ্যাটার্জী বার্ধক্য জনিত কারণে গত ১৩ এপ্রিল মারা যান। তার দুই ছেলে ও এক মেয়ে। খুব ছোট বেলা থেকেই ওই গ্রামের মজিবর শেখের যাতাযাত ছিলো চ্যাটাজ্জী বাড়িতে। সমরেন্দ্রবাবু মজিবরকে নিজের ছেলের মত ভালো বাসতেন। বাড়িতে কোন ভালো খাবার হলে দুই ছেলে মেয়ে ও মজিবরের মধ্যেভাগ করে দিতেন। সমরেন্দ্রবাবুকে মজিবর জেঠু বলে ডাকতেন। মুসলিমদের নানা অনুষ্ঠানেও এই হিন্দু ব্রাহ্মন বাড়ির দুই ভাইকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে যেতো মজিবর। সেই সম্পর্ক যে অটুট ছিলো তার দেখা গেলো সমরেন্দ্রনাথ চ্যাটার্জী প্র্য়াতো হবার পরেও | #youtube #bardhaman #bardhman_news #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?