নৌপথে ভারত ভ্রমণে এসে বিপদ, হাওড়ায় ক্রুজে অস্বাভাবিক মৃত্যু জার্মান পর্যটকের
1.
জলপথে ভারত ভ্রমণে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হল জার্মানির এক পর্যটকের। ক্রুজে ঘুরতে ঘুরতে হাওড়ার বি গার্ডেনের কাছে এসে অসুস্থ বোধ করেন ৯১ বছরের ওই পর্যটক। দ্রুত জাহাজটিকে নোঙর করে তাঁকে আন্দুলের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানার পুলিশ।জানা গিয়েছে, মৃত জার্মান পর্যটকের নাম জন রিচার্ড কার্ল ম্যাফ। বয়স ৯১ বছর। এক বিদেশি পর্যটকদলের সঙ্গে তিনি ভারত ভ্রমণে এসেছিলেন। ওই পর্যটক দলে ছিলেন ২৪ জন জার্মানি ও ১৪ জন আমেরিকান। হাওড়ার বি গার্ডেন থেকে স্পেশ্যাল ক্রুজে করে বুধবার বেনারস যাওয়ার কথা ছিল এই পর্যটক দলটির। সেজন্য মঙ্গলবার রাতেই তাঁরা ‘গঙ্গাবিহার’ নামে ক্রুজে চলে আসেন। ছিলেন জন রিচার্ডও। এদিন ক্রুজের ভিতর তিনি অসুস্থ বোধ করতে থাকেন। জাহাজটি নোঙর করে জনকে নিয়ে যাওয়া হয় আন্দুলের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, তাঁর মৃত্যু হয়েছে।
What's Your Reaction?