Kolkata : ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম অর্থাৎ ডব্লিউ বি ডি এফ এর তৃতীয় সম্মেলন : U Bangla TV
Kolkata : ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম অর্থাৎ ডব্লিউ বি ডি এফ এর তৃতীয় সম্মেলন : U Bangla TV
25 শে ফেব্রুয়ারি কলকাতার মৌলালি যুব কেন্দ্র তে আয়োজিত হল ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম অর্থাৎ ডব্লিউ বি ডি এফ এর তৃতীয় সম্মেলন। ইউনিসেফের একটি অংশ হলো ডাবলু বি ডি এফ । ডাবলু বি ডি এফ এর ব্যাপ্তি এখন দেশের বাইরেও ইউনিসেফ এর মাধ্যমে সমাদৃত হয়েছে । ডক্টরদের দাবি পূরণ করতে যখন কেউ পাশে দাঁড়াইনি তখন ডব্লিউ বি ডি এফ সকল ডক্টরদের পাশে দাঁড়িয়েছে।এই ডাবলু বি ডি এফ এর প্রধান উদ্দেশ্য সব রকম পরিস্থিতিতে ডক্টরদের পাশে দাঁড়ানো। ২০১৭ সালের ২২ শে ফেব্রুয়ারি এই সংগঠনের শুভ সূচনা হয়েছিল। ২০২৪সালের এর ২৫ শে ফেব্রুয়ারিতে এই সংস্থানের ৭ বছরের পূর্তি উপলক্ষে সরকারি এবং বেসরকারি প্রায় ৫১ জন ডাক্তারের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর বাসুদেব মুখার্জী, ডক্টর কিশলয় মুখার্জী, ডক্টর বিকাশ মুখার্জী, ডক্টর অর্জুন দাশগুপ্ত, ডক্টর সুমন দাস, ডক্টর পূর্ণব্রত গান, ডক্টর সায়ক দে। উপস্থিত ডক্টর বৃন্দ তাদের 7 বছরের সংগ্রামের কথা তুলে ধরলেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে । #kolkata #kolkatanews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?