৭ বিঘা জমিতে দোতলা স্কুল, ছাত্রী একজন! শিক্ষার আলো জ্বালাতে পড়ুয়ার খোঁজে পথে গ্রামবাসীরা

Nov 27, 2024 - 17:27
 0  1

1.

সাত বিঘা জমিতে স্কুল ক‌্যাম্পাস। দোতলা ভবনে পাঁচটি শ্রেণিকক্ষ‌। তবে স্কুল চলাকালীন পাশ দিয়ে গেলেও কানে আসে না পড়ুয়াদের কোলাহল। কারণ স্কুলে ছাত্রী মাত্র একজন।কাটোয়া ২ ব্লকের সিঙ্গি কাশীরাম দাস জুনিয়র বালিকা বিদ্যালয় চলছে এক ছাত্রীকে নিয়েই। স্কুলে একজন অতিথি শিক্ষক, একজন চতুর্থ শ্রেণির কর্মী। পড়ুয়া সংখ্যা বাড়াতে তৎপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কয়েকজন গ্রামবাসী। অভিভাবকদের কাছে মেয়েদের ভর্তি করানোর আবেদন জানাচ্ছেন তাঁরা। এলাকায় টাঙানো হয়েছে ব্যানার, ফ্লেক্স।২০১০ সালে সিঙ্গি কাশীরাম দাস জুনিয়র বালিকা বিদ্যালয়ের পথ চলা শুরু। সিঙ্গি বাসস্ট্যাণ্ডে কাশীরামদাস পাঠাগারের পিছনে প্রায় ৭ বিঘা জমির উপর এই স্কুল। গ্রামবাসী জানাচ্ছেন, স্কুল শুরুর পর অনেক ছাত্রী এই স্কুলে ভর্তি হয়েছিল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন হত। প্রথমদিকে দেড়শোর বেশি ছাত্রী ছিল। তার পর কয়েক বছরের মধ্যে পড়ুয়ার সংখ্যা কমতে থাকে। ২০২০ সালের পর থেকে স্কুলটি কার্যত বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, কয়েকজন ‘অতিথি’ শিক্ষকের মামলার কারণে তালা পড়ে স্কুলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow