Howrah | এবারে ইডির তলব জ্যোতিপ্রিয় মল্লিকের আপতোসহায়ক অভিজিৎ দাসকে | U Bangla TV
Howrah | এবারে ইডির তলব জ্যোতিপ্রিয় মল্লিকের আপতোসহায়ক অভিজিৎ দাসকে | U Bangla TV
রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তলব প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপতোসহায়ক অভিজিৎ দাসকে। আজ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ তিনি হাওড়ার বাড়ি থেকে রওনা দেন। এদিন তিনি ফের বলেন ২০১১ থেকে ২০১৪ প্রায় তিন বছর তিনি মন্ত্রীর আপতোসহায়ক হিসেবে ছিলেন। তার মা এবং স্ত্রী কোম্পানির ডিরেক্টর ছিলেন। যতদিন তিনি দায়িত্বে ছিলেন ততদিনই তারাও ডিরেক্টর বোর্ডে ছিলেন। তিনি ছেড়ে দেওয়ার পর তারাও সরে যান। এদিন তিনি জানান মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে চিনতেন। মন্ত্রীর কাছে বাকিবুর রহমান ছাড়াও অনেকে আসা যাওয়া করতেন। এদিনও তিনি ইডির হাতে উদ্ধার হওয়া ডাইরি সম্পর্কে খুলে কিছু বলেননি। তার বক্তব্য ইডি এ ব্যাপারে বলতে পারবে। ডাইরিতে মন্ত্রীর নাম কে লিখেছে বা টাকার লেনদেন সম্পর্কে তথ্যের ব্যাপারে তিনি জানাননি। তদন্তে ইডিকে সবরকম সাহায্য করবেন বলে তিনি বলেন। তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলে দাবি করার পাশাপাশি গ্রেফতারের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।
What's Your Reaction?