রূপচর্চায় গোলাপজলের জুড়িমেলা ভার
রূপচর্চায় গোলাপ জলের ব্যাবহার সম্পর্কে প্রায় সকলেই অবগত। ত্বকে নিয়মিত গোলাপজল ব্যাবহার করলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয় খুব সহজেই। ত্বকের আদ্রতা বজায় রাখা,ত্বক টানটান মোলায়েম রাখা থেকে ব্রনো কমাতে সাহায্য করে এই গোলাপের জল। গবেষণায় দেখা গেছে গোলাপ জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফেনোলিকস আছে,যা ব্রনো কমাতে সাহায্য করে, এছাড়াও অ্যান্টিসেপটিক এবং এন্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের সমস্যা ,পোড়া দাগছোপ কমাতে সাহায্য করে গোলাপজল । শুধু তাই নয় ঘরোয়া টোনার হিসেবেও গোলাম জলের জুড়ি মেলা ভার। তাই কেমিক্যাল ফ্রী ঘরোয়া উপায়ে রূপচর্চার উপাদানে গোলাপ জল অত্যন্ত গুরুত্বপূর্ণ | #youtube #skincare #lifestyle #rosewater @ubanglatvofficial
What's Your Reaction?