মালদহের গাজোলে নদী পাড় ভাঙ্গনরোধের কাজ শুরু
মালদহে গাজোল ও মানিকচকে ছ'কোটি টাকার ভাঙনরোধের কাজ শুরু। শনিবার আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদহের গাজোল ও মানিকচকের তিনটি এলাকায় ১২৫০ মিটার ভাঙন রোধের কাজ শুরু করছে রাজ্য সেচদপ্তর। গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় টাঙ্গন নদীর ডানপাড়ে ৫০০ মিটার ভাঙনরোধের কাজ হবে। একইসঙ্গে মালদহের মানিকচকের চৌকিমীরজাদপুর গ্রাম পঞ্চায়েত কাঞ্চনতলা এলাকায় আরও আড়াইশো(২৫০) মিটার ভাঙ্গনরোধের কাজ এদিনই শুরু করা হয়েছে।
বিশেষজ্ঞ দল মালদহের এই তিনটি ব্লকের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে দেখবেন। মালদহের পাশাপাশি মুর্শিদাবাদেও ভাঙ্গন কবলিত এলাকায় সমীক্ষা চালাবে রাজ্য সেচ দপ্তরের এই বিশেষজ্ঞ দল। অবশেষে রাজ্য সরকার ভাঙনরোধের প্রকল্প হাতে নেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। #youtube #malda #maldanews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?