সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পালিত এক বিশেষ দিন
আজ 16ই মে,ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস। এই দিনটি সারা বিশ্বে উদযাপনের প্রধান কারণ,জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির উন্নয়নে আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রচেষ্টাকে নিয়মিতভাবে গতিশীল রাখার জন্য 16ই মে ‘দ্য ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস’ হিসাবে ঘোষণা করে । দিবসটি পালিত হওয়ার লক্ষ্য হল সাম্প্রদায়িক বিভেদ দূর করা গড়ার উদ্দেশ্যে, পার্থক্য এবং বৈচিত্রের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকার এবং কাজ করার আকাঙ্ক্ষাকে তুলে ধরার জন্যেই আজকের দিনটি পালিত হচ্ছে।
What's Your Reaction?