Tripura : মাছ ধরার ফাঁদে জালে মাছ নয়, আটকা পড়লো মস্ত বড় অজগর সাপ
ছড়ার জলে মাছ ধরতে খাঁচা জাতীয় ফাঁদ বসিয়েছিল উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বকবকি ৫ নং ওয়ার্ড এলাকার কিশোরের দল। এটা তাদের নিত্যদিনের কাজ বা খেলাও বটে। কিন্তু, সেই ফাঁদ ছড়ার জল থেকে তুলতে গিয়ে সকলের কপালে হাত। ভয়ে খাঁচা ফেলেই দৌড় কিশোরদের। পরে বড়রা এসে দেখে জালে মাছ নয়, আটকা পড়েছে মস্ত বড় অজগর সাপ। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে অজগর সাপটিকে সেখান থেকে উদ্ধার করে অভয়ারণ্যের উদ্দেশ্যে নিয়ে যায় । এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে | #youtube #youtubevideo #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?