আয়াদের বের করে দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা জলপাইগুড়ি হাসপাতালে
আয়াদের বের করে দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা জলপাইগুড়ি হাসপাতালে
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড গুলি থেকে মঙ্গলবার রাতে আয়া মাসিদের বের করে দিলো মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মাঝরাতে বিপাকে পড়লো রোগীর পরিবার। ঘটনায় হাসপাতালের গার্ড দের সাথে তুমুল বচসা আয়ামাসী দের। উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। হাসপাতালের জরুরি বিভাগের সামনে দীর্ঘরাত পর্যন্ত বিক্ষোভ দেখায় আয়ামাসীরা। অবশেষে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনায় মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার কল্যান খাঁ টেলিফোনে জানান, আইন অনুযায়ী রোগীর সাথে একজন করে পরিবারের লোক থাকার নিয়ম। কোনো ভাবেই আয়া বা এটেনডেন্ট রাখবার নিয়ম নেই। আর সরকারি আইন আমরা মেনে চলতে বাধ্য।
What's Your Reaction?